নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির খোলতাবাজার জোত এলাকায় করোনায় আক্রান্ত এক মহিলা। ওই মহিলা বেশ কয়েকদিন আগেই মুম্বাই থেকে ফিরেন। এরপর তিনি বাতাসির কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। স্থানীয়রা এই খবর পাওয়া পরেই এদিন সকালে গোটা এলাকায় ব্যারিকেড দিয়ে দেয়।
আরও পড়ুনঃ নতুন করে আরও ৯ পজিটিভ! মুর্শিদাবাদে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯
স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে ওই মহিলার রিপোর্ট পজিটিভ আসলেও এদিন সকালে থেকে কোনো প্রশাসনের আধিকারিকেরা আসেননি এলাকায়। এরপর বাধ্য হয়ে স্থানীয়রা নিজেরাই এলাকার ব্যারিকেড লাগিয়ে দেন। স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব গোটা এলাকা জীবাণুমুক্ত করা হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584