করোনা শুনেই উধাও রোগী, খোঁজে তোলপাড় পতিরাম

0
27

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা পজিটিভ হওয়ার খবর জানতে পেরে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এক রোগীকে পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে ঘিরে রেখে কোভিড হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করলো বালুরঘাট থানার পতিরাম নাগরিক ও যুব সমাজ। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাত্রে পতিরাম এলাকায়।

ambulance | newsfront.co
নিজস্ব চিত্র

পতিরাম নাগরিক- যুব সমাজ সংগঠন সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে তাদের কাছে খবর আসে পতিরাম গ্রাম পঞ্চায়েতের অধীন এক করোনা আক্রান্ত রোগী কোভিড হাসপাতালে যাওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়েছে। এই খবর তাদের কাছে আসার পর তারা নড়ে চড়ে বসে। খোঁজ খবর শুরু করার পর এমনও খবর পাওয়া যায় সকালের দিকে একবার পতিরাম তেল পাম্পের আশেপাশে তাকে নাকি কেউ কেউ দেখতে পেয়েছিল।তারপর থেকে আর সারাদিন খোঁজখবর চালিয়েও ওই রোগীর কোন পাত্তা পাওয়া যাচ্ছিল না।

কিন্তু হাল ছাড়লে হবে না, করোনা রোগী বলে কথা। যেমন করে হোক তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোই এখন তাদের কাছে একমাত্র কাজ।কেননা তাকে উদ্ধার করা না গেলে পতিরাম এলাকার বাসিন্দাদেরই সমস্যায় পড়তে হবে। সেদিকে তাকিয়েই তার খোঁজে কোন ঢিল দিতে নারাজ পতিরামের ওই সংগঠন।এদিকে পুলিশও ততক্ষণে ওই করোনা আক্রান্ত রোগীকে খুঁজে পেতে রাস্তায় নেমেছে।অবশেষে রাত দশটা নাগাদ তার খোঁজ মেলে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশ ও স্বাস্থ্য দফতরে।

আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় পদাতিক ট্রেনে গাঁজা নিয়ে যাওয়ার সময় গ্রেফতার ২ মহিলা

খবরপেয়ে পতিরাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।এরপরে যতক্ষণ স্বাস্থ্য দফতরের গাড়ি ওই করোনা আক্রান্ত রোগীকে নিতে আসে, ততক্ষণ পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে ওই রোগীকে ঘিরে রাখে তারা। অবশেষে রাত এগারোটার সময় স্বাস্থ্য দফতরের কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে আসে। ওই রোগীকে গাড়িতে উঠিয়ে, অ্যাম্বুলেন্স কোভিড হাসপাতালের পথে রওনা হলে পতিরামবাসী হাফ ছেড়ে বাঁচে বলে পতিরাম নাগরিক ও যুব সমাজের তরফে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here