সঞ্চারী সাহা, ওয়েব ডেস্কঃ
কোভিড পজিটিভ রিপোর্ট পকেটে নিয়ে দিল্লি থেকে গুয়াহাটি হয়ে কলকাতায় এসে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলের এক বাসিন্দা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে, গুয়াহাটি থেকে কলকাতায় নামার পর অন্যান্য যাত্রীদের মতো তার ও শরীরের তাপমাত্রা মাপা হয়৷
অ্যারাইভালে বসানো যন্ত্রের মাধ্যমে তার তাপমাত্রা ৯৮.৩ থাকায় প্রথমে তাকে আটকানো হয়নি৷ ৯৯ ডিগ্রির বেশি হলে সংশ্লিষ্ট যাত্রীকে আলাদা করে পরীক্ষা করা হচ্ছে ৷ কিন্তু তিনি বেড়িয়ে না গিয়ে সেখানে উপস্থিত রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসার দের বলেন তাঁর শুকনো কাশি হচ্ছে তাই তিনি কোয়ারেন্টাইন সেন্টারে যেতে চান৷
আরও পড়ুনঃ ফের পিছিয়ে গেল কাফিল খানের জামিনের আর্জি
কিন্তু দ্বিতীয় বার তাপমাত্রা মাপার পর ও তা স্বাভাবিক থাকায় স্বাস্থ্য কর্তারা তাঁর বক্তব্যে আমল না দিলে তিনি পকেট থেকে কোভিড পজিটিভের রিপোর্ট বের করে দেখান৷ সার্টিফিকেট দেখার পর সবার চক্ষু চড়কগাছ হয়ে যায়৷ কোভিড পজিটিভ রোগীর এরকম অবাধে ঘুরে বেড়ানোয় সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়৷
জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দিল্লি থেকে সরাসরি কলকাতার উড়ান না থাকায় গুয়াহাটি হয়ে কলকাতায় আসেন৷ বিমানে ওঠার দুদিন আগে তাঁর রিপোর্ট পজিটিভ আসে৷ সেটি চেপে গিয়ে তিনি বিমানে ওঠেন৷
আরও পড়ুনঃ কলোজিয়ামের সম্মতি, কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়
উড়ান সংস্থার সূত্রে জানানো হয়েছে, পুরো ঘটনা দিল্লির সদর দফতরে জানানো হয়েছে৷ দিল্লি- গুয়াহাটি এবং গুয়াহাটি-কলকাতা রুটের বিমানসেবিকা ও পাইলটদের কোয়ারান্টিনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই ব্যক্তি বিমানের যে আসনে বসে ছিলেন, তার আশে পাশে থাকা যাত্রীদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584