কোভিডকে জয় করে সুরাতে বিনা খরচের হাসপাতাল নির্মাণ ব্যবসায়ীর

0
45

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কোভিড থেকে সেরে উঠেই সুরাতের ব্যবসায়ীর চেষ্টা দরিদ্র মানুষদের জন্য বিনা খরচের কোভিড হাসপাতাল তৈরির। সুরাতের রিয়েল এস্টেট ব্যবসায়ী কাদের শেখ (৬৩) মাস খানেক আগে কোভিডে আক্রান্ত হন, চিকিৎসা হয় বেসরকারি একটি হাসপাতালে। যার খরচ হয়েছিল স্বাভাবিকভাবেই কয়েক লক্ষ টাকা।

Covid hospital | newsfront.co
প্রতীকী চিত্র

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁর ভাবনায় আসে এই বিপুল চিকিৎসার ব্যয়ভার দরিদ্রদের পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব হবে না; সেই ভাবনা থেকেই তাঁর মাথায় আসে নিম্নবিত্ত মানুষদের সাহায্যার্থে হাসপাতাল তৈরির কথা, যেখানে সম্পূর্ণ নিখরচায় দরিদ্র কোভিড রোগীদের চিকিৎসা করা হবে।

সদ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মানুষটি কাজ শুরু করেন, শ্রেয়ম কমপ্লেক্সে তাঁর ৩০ হাজার স্কোয়ার ফিটের অফিসটিকে ৮৫ শয্যার কোভিড হাসপাতালে রূপান্তরিত করার যাতে সম্পূর্ণ ভাবে অক্সিজেন ইত্যাদি সবরকম সুবিধা থাকবে এবং চিকিৎসার খরচ হবে শূন্য।

আরও পড়ুনঃ রেলস্টেশন, প্ল্যাটফর্মগুলিকেও এবার বেসরকারিকরণ করতে চায় কেন্দ্র

জানা গিয়েছে, কাদের শেখ এবং সুরাত মিউনিসিপ্যাল করপোরেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাতে বলা হয়েছে হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, অক্সিজেন এবং অন্যান্য যাবতীয় সরঞ্জামের খরচ বহন করবেন কাদের শেখ। সুরাতের আদযান এলাকায় হাসপাতালটি অবস্থিত, এতে ১৫টি আইসিইউ শয্যা ও থাকছে। সুরাত মিউনিসিপ্যাল করপোরেশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এই স্থান পরিদর্শন করে হাসপাতাল তৈরিতে সম্মতিও জানিয়েছেন। হাসপাতালটি কাদেরের পৌত্রীর নামে নামাঙ্কিত, হিবা হাসপাতাল নামে।

আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তি শিল্পে যুক্ত কর্মীদের ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি

কাদের শেখ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি নিজেও যথেষ্ট সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন, বহু আর্থিক অসহয়তার মধ্যে দিয়ে যাত্রা শুরু করে তিনি আজ আর্থিক ভাবে সম্পন্ন, তাই তিনি মনে করেন জাত , ধর্ম নির্বিশেষে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাঁর সামাজিক কর্তব্য। খুব শীঘ্রই হাসপাতাল সম্পূর্ণ ভাবে কাজ শুরু করবে, ডাক্তার , নার্স স্বাস্থকর্মীদের থাকাখাওয়ার সুষ্ঠু ব্যবস্থা হাসপাতালে থাকবে।

এই একই সময়ে সুরাত ইসলাম ইয়েতিমখানা সোসাইটির পক্ষ থেকেও রাজ্যে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যে তারাও একটি কোভিড হাসপাতাল শুরু করতে চান, এর আগে তাঁরা একটি এনজিওর সাথে মিলে একটি কোয়ারেন্টাইন সেন্টার চালিয়েছেন। সোসাইটির সভাপতি ইউনুস চাককিওয়ালা জানান, তাঁদের ক্যাম্পাস বর্তমানে খালি রয়েছে সেখানে একটি কোভিড হাসপাতাল তাঁরা চালু করতে চান, এই ব্যাপারে প্রশাসনের সাথে তাঁরা যোগাযোগ রেখে চলছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here