নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের আয়ুষ হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার রাতে পঞ্চাশ বছরের ওই ব্যক্তির মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ মৃত্যুর আগেই করেছিল স্বাস্থ্য দফতর। কিন্তু লালারস পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। সেই কারনে ওই মৃত ব্যক্তি করোনা আক্রান্ত কি না তা এখনই জানা যায়নি। তবে এবার আর তড়িঘড়ি মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেনি প্রশাসন।
আলিপুরদুয়ার জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ সুবর্ন গোস্বামি বলেন, ‘আয়ুষ হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। আমরা আগেই লালারসের নমুনা সংগ্রহ করেছিলাম। তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি করোনা পজেটিভ বা নেগেটিভ তা বলা যাবে না। মৃতদেহ কবে কোথায় কিভাবে সতকার করা হবে তা এখনও ঠিক হয়নি।‘
উল্লেখ্য এখনও আলিপুরদুয়ার জেলায় করোনা পজেটিভ কোন রোগীর সন্ধ্যান পাওয়া যায়নি। মোট ৫৮ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রত্যেকের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584