ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে বিজেপি সরকার। এবার তাদের পরিবর্তন-এ নতুন ডাক “এক দেশ এক কার্ড” ।
হ্যাঁ সোমবার এক সভা থেকে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই ইঙ্গিত দিয়ে জানিয়েছেন ,”আধার, পাসপোর্ট, ব্যাংকিং, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের মতো পরিষেবার পরিবর্তে একটি মাত্র কার্ডই ব্যবহার করা সম্ভব। সেই সম্ভাবনাও রয়েছে।” প্রসঙ্গত তিনি আরো বলেন ,”বহু পরিষেবা এক কার্ডে দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।”
আরও পড়ুনঃ বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কোলাঘাটে মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত উল্লেখ্য প্রথমবার ক্ষমতায় এসে থেকেই বিজেপি ভারত জুড়ে একাধিক পরিবর্তন আনতে চলেছে । তবে এই সমস্ত পরিবর্তনকে বিরোধীরা হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না । নোট বন্দি হওয়ার পরে রিজার্ভ ব্যাংক প্রকাশিত সমীক্ষা অনুযায়ী নোট বন্দির আসল উদ্দেশ্যে কেন্দ্র ব্যর্থ হয়েছিল । সম্প্রতিকালে কেন্দ্র সরকার এক দেশ এক ভাষা চালু করার প্রস্তাব জানালে দেশজুড়ে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীর মানুষরা এনিয়ে বিরোধিতা করে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584