নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতিতে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন উপভোক্তাদের জন্য যেকোনও জায়গা থেকে সস্তায় খাদ্যশস্যের ব্যবস্থা বাড়াচ্ছে কেন্দ্র। তারই লক্ষ্যে দেশজুড়ে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প চালু করতে চায় মোদী সরকার।
কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টনমন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৪ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল ওই প্রকল্প কার্যকর করেছে। যার ফলে দেশের ৬৫ কোটি উপভোক্তা যেকোনো জায়গা থেকে রেশন তুলতে পারবেন।
জাতীয় খাদ্যসুরক্ষা আইনের আওতায় দেশের ৮১ কোটি মানুষকে সস্তায় চাল, গম এবং জোয়ার, বাজরা জাতীয় দানাশস্য দেয় কেন্দ্র। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আনা ২০১৩ সালের আইন মোতাবেকই তা দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের
ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের ফলে উপভোক্তারা যে রাজ্যের বাসিন্দাই হোক না কেন, চাইলে অন্য রাজ্য থেকেও খাদ্যশস্য পাবেন। রাজ্যগুলির উদ্যোগে আগে থাকতে এই ব্যবস্থা চালু হলে করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে খাদ্যশস্য পেতে অসুবিধা হত না। এমনটাই জানিয়েছেন মন্ত্রক। পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য এখনও ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584