দিল্লির এইমস হাসপাতালের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী করোনা রোগী

0
34

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লির এইমস হাসপাতালে চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক করোনা রোগী। কোভিড-১৯-এর আতঙ্কেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে অনুমান দিল্লি পুলিশের।

AIIMS | newsfront.co
ফাইল চিত্র

সম্প্রতি ওই ব্যক্তির দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হলে করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পরই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই সোমবার হাসপাতালের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি।

উল্লেখ্য, করোনা ভাইরাসের দাপটে নাজেহাল গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও এখন করোনার কবলে। দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। ফলে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও নেহাৎ কম নয়।

আরও পড়ুনঃ অ্যাপের পর নিষিদ্ধ ৪০টি ওয়েবসাইট

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২৪৮ জন ও একদিনে মৃত ৪২৫ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সোমবার সকালের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here