ভর্তির আগেই টাকার দাবী! দিতে না পারায় রোগীর মৃত্যু অ্যাম্বুলেন্সেই

0
53

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

ফের অমানবিকতার চিত্র ধরা পড়ল কলকাতার বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। অ্যাম্বুলেন্সেই মৃত্যু হল এক করোনা রোগীর। হাসপাতালে ভর্তির আগে জমা দিতে হত ৩ লক্ষ টাকা। কিন্তু, এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না রোগীর পরিবারের। সোমবার রাতে তাই অ্যাম্বুলেন্সেই প্রাণ হারালেন করোনা আক্রান্ত এক মহিলা।

Covid patient | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, মাত্র তিনদিন আগেই তাঁর স্বামীর প্রাণও কেড়ে নিয়েছে এই মারণ ভাইরাস। তাঁরা তমলুকের বাসিন্দা বলে জানা গিয়েছেন। মুখ্যমন্ত্রী বারংবার সহযোগিতা করার কথা বললেও সে কথা কি কানে তুলছেন হাসপাতালগুলি? নাহ্ মুখ্যমন্ত্রীর কথাকেও হাসপাতালগুলি যে অগ্রাহ্য করছে তা এদিন আবারও প্রমাণিত হল।

জানা গিয়েছে, দিন তিনেক আগেই করোনায় আক্রান্ত হয়ে তাঁর স্বামীর মৃত্যুর পরপরই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। এরপর প্রথমে পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। করোনা পরীক্ষা করা হলে গতকাল রাতেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে একদিনে তিন চিকিৎসকের মৃত্যু রাজ্যে

করোনা আক্রান্ত হওয়ার পরই ওই মহিলাকে নার্সিংহোম থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তির আগে লক্ষাধিক টাকা চেয়ে বসে হাসপাতাল। অত টাকা দিতে না পারায় শেষপর্যন্ত অ্যাম্বুলেন্সের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোভিড পজিটিভ মহিলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here