নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
হাতির পালের তান্ডব থেকে নিজের চাষের জমি কে বাঁচাতে গ্রামবাসীদের না জানিয়ে অবৈধভাবে নিজের জমির চারদিকে বিদ্যুতের তারের বেড়া দিয়েছিলেন এক কৃষক। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই জমির পাশ দিয়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি গরুর।

গরুকে বাঁচাতে গিয়ে অল্প জখম হয়েছেন গরুর মালিক মণীন্দ্র নাথ মাহাতো। এই ঘটনা সামনে আসতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা রাতেই অভিযোগ করলেন বিদ্যুৎ দফতরে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের নোনাসোল এলাকাতে।নোনাসোল গ্রামের বাসিন্দারা জানিয়েছেন,স্থানীয় এক বাসিন্দা বিকাশ মাহাতো নিজের চাষের জমিকে হাতির পালের হাত থেকে রক্ষা করতে সেচের বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে লাইন সংযোগ করে নিজের জমির চারদিকে জি আই তারের বেড়া দিয়েছিলেন।
আরও পড়ুনঃ তমলুকে জেলা আদালতে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য
পুরো জমিটি কে বিদ্যুতের বেড়া দিয়ে ঘিরে ছিলেন। যা গ্রামবাসীদের জানানো হয়নি। অজ্ঞাতে ওই রাস্তা দিয়ে চাষের কাজ সেরে ফিরছিলেন গ্রামের বাসিন্দা মণীন্দ্র নাথ মাহাতো।গরু নিয়ে ফেরার সময় একটি গরু কোন ভাবে তারে মুখ লাগিয়ে দেয়। তখনই গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয় । গরুটিকে ছটপট করতে দেখে তাকে টেনে সরানোর চেষ্টা করেছিলেন মণীন্দ্র বাবু। বিদ্যুতের ঝটকা লেগে তিনি অনেক দূরে পড়ে যান। বুঝতে পারেন কি ঘটেছে। তবে যতক্ষণে গ্রামবাসীদের ডেকেছিলেন ততক্ষণে মৃত্যু হয় গরুটির ।
আরও পড়ুনঃ কোচবিহার পুরসভার সামনে বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মচারীদের
এই ঘটনার পর বিকাশ মাহাতোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা ৷ রাতেই বিদ্যুৎ দফতরে অভিযোগ জানান তারা। জানানো হয়েছে শালবনি থানার পুলিশকেও। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন বিকাশ মাহাতো।গত কয়েক মাস ধরেই নোনাসোল সংলগ্ন জঙ্গল এলাকাতে দলমা ও ময়ূরঝর্নার হাতির পাল তান্ডব করে চলেছে। ব্যাপক ক্ষতি করছে চাষের জমিতে। তা থেকেই চাষের জমিকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছিলেন বিকাশ মাহাতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584