ফের বঙ্গে শক্তি বৃদ্ধি বিজেপির, গেরুয়া শিবিরে যোগ বাম নেত্রীর

0
184

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

দুহাজার একুশের বিধানসভা নির্বাচন হতে এখনও কয়েক-মাস দেরি আছে। তার মধ্যেই চলছে দল বদল। দলের কর্মী থেকে নেতা, বিধায়ক, এমন কী মন্ত্রীরও নাম রয়েছে এই দল বদলের তালিকায়। তা নিয়ে বিধানসভা ভোটের আগে দলবদলের একাধিক জল্পনা ভাসছে রাজ্য রাজনীতিতে। রয়েছে দলীয় কোন্দলের খবরও। এর মধ্যেই রাজ্যে বিজেপিতে যোগ দিতে চলেছেন কলকাতা পুরনিগমের এক সিপিএম কাউন্সিলর।

Rinku Naskar | newsfront.co
ফাইল চিত্র

বিজেপি সূত্রে খবর, আজ মঙ্গলবার বিজেপিতে যোগ দেবেন কলকাতার ১০২ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর রিঙ্কু নস্কর। তিনি সিপিআই (এম) দলের ভাল সংগঠকও। দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীও ছিলেন।

CPIM Leaders | newsfront.co
পুরানো সেই দিনের কথা

আরও পড়ুনঃ ফের করোনার বলি পুলিশকর্মী

রিঙ্কু বামফ্রন্ট আমলে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির অত্যন্ত ঘনিষ্ঠ। অনেকে রিঙ্কুকে কান্তি গাঙ্গুলির মানসকন্যা বলে থাকেন। যাদবপুরে একশো দু নম্বর ওয়ার্ডে নিজের আসনে জেতে রিঙ্কু। এরপর খানিকটা জেদ করেই বিশ্ববিদ্যালয়ের কৃতি ও মেধাবী ছাত্রীকে মথুরাপুর লোকসভা আসনে দাঁড় করিয়ে জেতাতে প্রাণপাত করেছিলেন কান্তি গাঙ্গুলি।

আরও পড়ুনঃ সব মাস্ক সুরক্ষিত নয়, বাড়ছে অ্যালার্জির প্রকোপ

সোমবার সকালে রিঙ্কু নস্করকে ফোন করা হলে তিনি বলেন,”কিছুটা যখন রটেছে, তার খানিকটা ঠিক হতেই হবে। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ বিজেপির রাজ্য দফতরে যাচ্ছি। এরকমই কথা আছে।” পরে রিঙ্কু নস্কর আরও বলেন,”কেন বিজেপিতে যোগদান করছি, এখন বলব না। যোগদান করে আপনাদের বলব।”

আরও পড়ুনঃ বহরমপুরে দুষ্কৃতীদের হাতে খুন এক ব্যক্তি

তবে প্রতিবেদকের চাপাচাপিতে তিনি বলেন,”এখন আর কেউ নীতি আদর্শ নিয়ে চলেনা। তাহলে কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হত না। দল ছাড়ার ব্যাপারে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত, রিঙ্কু নস্করের স্বামী মানস মুখোপাধ্যায় একসময় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনিও বিজেপিতে যোগ দেন। তার পরে রিঙ্কুও নাম লেখাচ্ছেন বিজেপি শিবিরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here