নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এখনো দেশবাসী লাদাখ সীমান্তে ২০জন ভারতীয় সেনা শহীদ হওয়ার ঘটনা মন থেকে মেনে নিতে পারেনি। ঠিক সেই সময় শুক্রবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগের বীজ বেহারা হাইওয়েতে জঙ্গিদের গুলিতে সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে মারা যায়।
সেইসঙ্গে আরো এক শিশু ঘটনাস্থলে মারা যায় ।পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার সিংপুর গ্রামের শ্যামল দে ২০১৫ সালে আধা সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মাত্র একমাস আগে তিনি বাড়ি থেকে ফিরে গিয়ে কাজে যোগ দিয়ে ছিলেন ২৭ বছর বয়সী শ্যামল কুমার দে।
শুক্রবার বেলা ১১ টা ৩০ মিনিট নাগাদ তার বাবার সঙ্গে শেষ কথা বলেন আর ১২টা ৫ মিনিট নাগাদ তিনি জঙ্গিদের গুলিতে শহীদ হন। যে ঘটনা মন থেকে মেনে নিতে পারছে না সিংপুর গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গি হানায় নিহত শিশু, জওয়ান
গোটা গ্রাম শোকে ভেঙে পড়েছে। সিআরপিএফের আধিকারিকেরা ফোন করে বিষয়টি জানিয়েছেন নিহত জওয়ান এর বাবাকে। তার বাবা ও মা কথা বলার মতো অবস্থায় নেই ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584