নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সাতসকালে জাতীয় সড়কের উপর এক সাইকেল আরোহীকে প্রাইভেট কারের ধাক্কা। ঘটনাস্থলে মৃত্যু হল ওই সাইকেল আরোহীর। এরপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দুলাল সাউ, বয়স আনুমানিক ৫৫ বছর।
জানা যায়, রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা-উড়িষ্যা আগামী ৬০ নম্বর জাতীয় সড়ক সালাজপুরের কাছে রাস্তা পারাপার করছিল ওই সাইকেল আরোহী। সেই সময় বেলদার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহী দুলাল সাউর। এই ঘটনায় স্থানীয় মানুষরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের দাবি, যানবাহন গুলি গতি কমিয়ে যাতে রাস্তা দিয়ে যাক।
আরও পড়ুনঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় আঙ্গুয়া এলাকায় দুই ভাইয়ের মৃত্যু
অনিয়ন্ত্রিতভাবে চলার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এই পথ দুর্ঘটনা ও স্থানীয়দের পথ অবরোধ ও বিক্ষোভের ফলে বেশ কিছুক্ষণ ধরে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বেলদা থানার পুলিশ এবং পরে তাদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয়। পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয় জাতীয় সড়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584