কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:
ওভালে ভারত হেলায় হারিয়ে দিল ইংল্যান্ড কে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনদিনের একদিনের সিরিজে প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে ১০ উইকেট হারিয়ে দিল ভারত। ভারত অধিনায়ক রোহিত শর্মা এই দিন ওভারে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নাই বিরাট কোহলি কে মাঠের বাইরে রেখে এদের ভারত খেলতে নামে জাস্টিন ভোমরা বিধ্বংসী বোলিংয়ের সামনে ইংল্যান্ড মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় । জেসন রয় জো রুট বেন স্টোকস ,লিভিংস্টোন মত খেলোয়াড়রা বিনা খাতা খুলে প্যাভিলনে ফিরে যায় জোশ বাটলার সর্বোচ্চ ৩০ রান করেন এছাড়া ইংল্যান্ড বোলার ডেভিড উইইলি ২১ ও অলরাউন্ডার মঈন আলী ১৪ রান করে ইংল্যান্ডের স্কোর ২৫.২ ওভারে ১১০ রানে পৌঁছে দেন।
ভারতীয় পেশ বোলারের সামনে কোন ইংরেজ ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। বিশেষ করলে জাসপ্রিত ভোমরা তিনি মাত্র ১৯ রান দিয়ে এই দিন ৬ জন ইংরেজ ব্যাটসম্যান কে ফিরিয়ে দেন । তাকে যোগ্য সহায়তা করেন মোহাম্মদ সামি । সামি তিন উইকেট নেন ৩১ রান দিয়ে। ১১০ তম জবাবে ভারত ব্যাট করতে নেবে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মাত্র ১৮.৪ ওভারে । ভারত অধিনায়ক রোহিত শর্মা ৭৬ রানে অপরাজিত থাকেন শেখর ধাওয়ান ৩১ রান করেন। ম্যান অফ দ্যা ম্যাচ জাসপ্রিত বুমরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584