তাপস দাস, হুগলিঃ
হুগলী জেলার ঐতিহ্যমণ্ডিত হরিপাল আশ্রমিক নাট্যদলের উদ্যোগে ৮ মার্চ, রবিবার স্থানীয় হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন-এ অনুষ্ঠিত হলো একদিবসীয় নাট্যকর্মশালা। এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা, নাট্যকার শ্রী গৌতম হালদার।
কর্মশালার বিষয় ছিল -অভিনয় ধরণ,চলন, বাচনভঙ্গী, অঙ্গভঙ্গী, আঙ্গিক।
সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এই কর্মশালা। হরিপাল আশ্রমিকের সদস্যবৃন্দ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা এবং বিভিন্ন জেলার সর্বমোট ৪০ জন নাট্যকর্মী এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ নাট্যগ্রামে চিরস্মরণীয় হয়ে রইল ‘নাট্যধারা নাট্যোৎসব’
এদিন অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হরিপাল আশ্রমিকের সভাপতি রঘুনাথ চৌধুরী, সহ-সভাপতি পঙ্কজ কুমার দাস সহ এলাকার বহু গুনীজন।
সম্পাদক শ্রী ভাস্কর দাস জানান, “এই ধরনের নাট্যকর্মশালা আমাদের নাট্যচর্চাকে অনেক বেশী সমৃদ্ধ করবে। আজকের এই কর্মশালায় গৌতম বাবুর মত মহান ব্যক্তিত্বের সান্নিধ্যলাভ নাট্যকর্মীদের বড় প্রাপ্তি। গতবছরের মত এই বছর ও আমরা নাটকের বিভিন্ন বিষয় নিয়ে একাধিক কর্মশালার আয়োজন করবো এই প্রত্যাশা রাখি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584