নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
করোনার আতঙ্কে বাড়িতেই পড়ে রইল মৃতদেহ,এগিয়ে এলো না কোন প্রতিবেশী ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার ফকিরগঞ্জ গ্রামে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে মৃত গুরুচরণ মেটা নামে এক মাঝবয়সী ব্যক্তি কলকাতায় ফলের ব্যবসা করতেন ৷

বেশ কয়েকদিন আগে তিনি জ্বর সহ একাধিক উপসর্গ নিয়ে বাড়িতে ফেরেন ৷ জানা যায় গত বৃহস্পতিবার বিকেল নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুরুচরণ ৷

এরপর ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে, এগিয়ে আসেনি কোন প্রতিবেশী৷ এরপর খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সৎকার করে ৷
আরও পড়ুনঃ রায়গঞ্জের হসপিটাল সুপারকে প্রাণনাশের হুমকি
প্রশাসন সূত্রে জানা যায় ব্যক্তির ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে৷ যদিও এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়, প্রশাসন থেকে দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584