নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি গ্রামে। এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে রক্তাক্ত এক গলাকাটা মৃতদেহ ৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোয়ালপোখর থানার পুলিশ৷ জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫) ৷ পেশায় ছিলেন শ্রমিক। তার বাড়ি গতি গ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি এলাকায়। শনিবার বিকালে এক ব্যক্তির কাছে পাওনা টাকা আনতে গিয়েছিলেন তিনি৷ তারপর এদিন সকালে বাড়ি থেকে দুই কিমি দূরে একটি কবর স্থান লাগোয়া ক্যানেলের ধার থেকে তাঁর গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল একজনের, আহত দুই
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, এক ব্যক্তির কাছে কিছু টাকা পেতেন জাকির হোসেন৷ সেই টাকা আনতে শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে ওই ব্যক্তিকে গলা কেটে খুন করা হয়েছে৷ প্রমাণ লোপাটের জন্য ক্যানেলে দেহ ফেলে দিয়েছে দুষ্কৃতীরা বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহিলার, আহত এক
কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনার জেরে এলাকায় লোকজনের ভিড় জমে যায়৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584