নিউ আলিপুরে মাটি খুঁড়ে উদ্ধার যুবকের দেহ

0
97

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রিক্সা চালককে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ আলিপুর এলাকায়। শুক্রবার রাতে মাটি খুঁড়ে মৃত রিক্সা চালকের দেহ উদ্ধার করেন দক্ষিণ কলকাতার নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা।

Dead body | newsfront.co
প্রতীকী চিত্র

এই ঘটনায় দীপক দাস ওরফে বুড়ো ননে ওই রিক্সা চালকের এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। যে পুরনো বাড়ির উঠোনে দেহটি পুঁতে দেওয়া হয়েছিল, সেই বাড়ির কেয়ারটেকারকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বিপুল দত্ত ওরফে কালুয়া। বয়স ৩০। ওই যুবক পেশায় রিক্সাচালক। বৃহস্পতিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক।

পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে শুক্রবার সকাল এগারোটা নাগাদ নিউ আলিপুর থানায় মিসিং ডায়েরি করেন। তদন্তে নেমে পুলিশ দেখে বিপুলবাবুর মোবাইলে রিং হচ্ছে। মোবাইলের সূত্র ধরেই নিউ আলিপুরের ব্লক ও-এ পুলিশ তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ কঙ্গনা নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি ফোন, টালিগঞ্জে গ্রেফতার যুবক

একটি পুরনো দোতলা বাড়ির উঠোনে গিয়ে পুলিশের সন্দেহ হয়। বোঝা যায়, মাটি কোপানো হয়েছে। পাশে রাখা আছে কোদাল। এরপরই তৎপরতার সঙ্গে মাটি খুঁড়ে বিপুলের দেহ উদ্ধার করা হয়। দেখা যায়, তাঁর কপালে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ শুভ্রজিৎ মৃত্যু মামলায় মিডল্যান্ড নার্সিংহোমকে ৫ লক্ষ টাকা, নথি জমা করতে নির্দেশ স্বাস্থ্য কমিশনের

বাড়ির কেয়ারটেকার দীপক দাসকে জেরা করতেই ভেঙে পড়ে সে। চেতলা এলাকাতে তল্লাশি চালিয়ে এদিন সন্ধ্যেয় পুলিশ দীপককে গ্রেফতার করে। পুলিশের দাবি জেরায় সে জানিয়েছে, বিপুল ও দীপক ওই বাড়িতে একসঙ্গে বসেই মদ্যপান করছিল।

পুরনো কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে বচসা হয়। তার জেরেই দীপক বিপুলের মাথায় ইট দিয়ে আঘাত করে। তাতেই তাঁর মৃত্যু হয়। প্রমাণ লোপাটের জন্য সে তাঁর দেহটি মাটির তলায় পুঁতে রাখে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here