বাইপাস সংলগ্ন এলাকা থেকে মহিলার দেহ উদ্ধার, ধৃত অ্যাপ ক্যাব চালক

0
52

শুভম বন্দ্যোপাধ্যায় কলকাতাঃ

ভর দুপুরে অ্যাপ ক্যাবে গলা কেটে খুন করে খালে ফেলে দেওয়া হল এক মহিলার দেহ। শুক্রবার বেলা সাড়ে ১২ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকায় সাদার্ন অ্যাভিনিউতে। খুন করে দেহ ফেলে দেওয়া হয় বাইপাসে ডিসান হাসপাতালের পিছনের খালে। অবশ্য শুক্রবার রাতের মধ্যেই খুনের কিনারা করে অভিযুক্ত চালককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে জেনে উদ্ধার করা হয় ওই মহিলার দেহ।

Murder | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, লক্ষ্মী দাস নামে বছর ৪৫-এর ওই মহিলা মুদিয়ালি এলাকায় পরিচারিকার কাজ করতেন। শুক্রবার দুপুরে তিনি একটি অ্যাপ ক্যাবে ওঠেন। জানা গিয়েছে, অভিযুক্ত চালক শিবশঙ্কর দাস (৩৫) কে তিনি আগে থেকেই চিনতেন এবং প্রয়োজনে তার কাছ থেকে ৩০ হাজার টাকা ধারও দিয়েছিলেন। অ্যাপ ক্যাবে দেখা হয়ে যাওয়ায় সেই টাকা ফেরত চায় শিবশঙ্কর। অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বেমালুম অস্বীকার করেন ওই মহিলা।

আরও পড়ুনঃ বারাসতে হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

এরপর এই দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এরপর অ্যাপ ক্যাবের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই মহিলাকে খুন করে অভিযুক্ত চালক। এরপর সেই দেহ নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বিকেল ৩ টে নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের পিছনে খালের মধ্যে দেহটিকে ফেলে ভবানীপুরে গাড়ি রেখে সে চলে যায়।

আরও পড়ুনঃ দুর্নীতি আটকাতে সরেজমিনে খতিয়ে দেখার পরেই মিলবে ক্ষতিপূরণ

এদিকে দুপুরের পরেও লক্ষ্মী দাস বাড়িতে না ফেরায় পরিজনরা প্রথমে চারুমার্কেট ও পরে টালিগঞ্জ থানায় যান। সেখানে তাঁরা নিখোঁজের ডায়েরি করেন। এরপর পুলিশ সিসিটিভি খতিয়ে দেখে শিবশঙ্করের খোঁজ পায়। বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দেহের খোঁজ পায় পুলিশ। সেই খাল থেকেই দেহ উদ্ধার করা হয়। তবে খুনে ব্যবহৃত অস্ত্রটির এখনও সন্ধান চালাচ্ছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here