পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হল।এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুই।গতকাল রাতে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৈয়ব আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছেছে।জানা গেছে,উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ফরিদপুর গ্রামে ২২ শতক জমি দখল করতে যায় দলিল মিঞ্চা পরিবার।
আরও পড়ুনঃ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
তয়াবুর রহমান ও তার পরিবার বাধা দিতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে।সংঘর্ষে তয়াবুর রহমানের ঘটনাস্থলে মৃত্যু হয়।আহত হয়েছিলেন তৈয়ব আলী,আয়ুব আনসার এবং সইদূর রহমান।আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছিল।
তৈয়ব আলী রায়গঞ্জ হাসপাতালে ভর্ত্তি ছিলেন।আজ সকালে তৈয়ব আলীর মৃত্যু হয়েছে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে আনা হয়েছে।এই ঘটনায় অভিযুক্তরা পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584