সুদীপ পাল, বর্ধমানঃ
দুই নম্বর জাতীয় সড়কে গলসিতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্য হল এক গৃহবধূর। মৃতার নাম কাবেরী ভকত (৩০)। তাঁর স্বামী সুকেশ ভকত ও স্বামীর ভাইয়ের স্ত্রী নমিতা ভকত গুরুতর ভাবে আহত হয়ে এখন দুর্গাপুরে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভকত পরিবারের বাড়ি মানকরে। বাড়ির এক ছেলে ও মেয়ে হস্টেলে থেকে পড়াশোনা করত। তাদের সাথে দেখা করে বর্ধমান থেকে মানকরের বাড়ি ফিরছিলেন তাঁরা। নিজেই গাড়ি চালাচ্ছিলেন সুকেশবাবু। গলসির ফ্লাই ওভারে দাঁড়িয়ে থাকা দুর্গাপুরমুখী দশ চাকার একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
আহতদের তাড়াতাড়ি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠানো হলেও কাবেরীদেবীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গাড়িটি জোরে যাচ্ছিল ফলে সুকেশবাবু গাড়িটি নিয়ন্ত্রণে আনতে পারেননি। যদিও পুলিশের প্রাথমিক অনুমান গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন সুকেশবাবু। কিন্তু বিধিনিষেধ না মেনে ট্রাকটি কিভাবে রাস্তার উপর এইভাবে দাঁড়িয়ে ছিল তা নিয়েও কথা তুলছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584