নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবারো পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত এক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার হলদিয়া মোড়ের কালিমন্দিরের বিপরীতে।
স্থানীয় সূত্রে জানা যায় দ্রুতগতিতে আসা একটি গাড়ি বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাইকে থাকা এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আর বাইক চালককে আহত অবস্থায় কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে মেছেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে।
আরও পড়ুনঃ বাঁধ ভাঙায় দিশাহারা ডায়মন্ডহারবারবাসী
মৃত মহিলার নাম সায়ন্তি গুচাইত, বয়স আনুমানিক ২২ বছর। বাড়ি কোলাঘাট বিটহাউস থানার অন্তর্গত বাকডিহা গ্রামে। প্রাথমিক ভাবে জানা গেছে মামা ও ভাগ্নি বাইকে করে মামার বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আরো জানা যায় তার মামার বাড়ি তমলুক থানার রাধামনির কাছে যতমপুর গ্রামে।
মামা গৌতম সামন্তর বাইকে করে মামার বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আহত গৌতম সামন্তকে মেছেদার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে কোলাঘাট থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584