পরপর তিনটি অটোর ওপর লরি, ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা মৃত ১

0
74

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ভরদুপুরে ঠাকুরপুকুর বাসস্ট্যান্ডে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার আচমকাই সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি অটোর ওপর উঠে যায়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। এমন দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

Accident | newsfront.co
নিজস্ব চিত্র

দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক লরির চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঠাকুরপুকুরের থ্রি এ বাস স্ট্যান্ডে শুক্রবার তিনটি অটো দাঁড়িয়েছিল। সেই সময় আমতলার দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটোগুলির ওপরে উঠে যায়।

আরও পড়ুনঃ বালুরঘাটে হবু স্বামীর ন্যায় ফেসবুকে লাইভ করে আত্মহত্যা যুবতীর

তারপরেই একদিকে কাত হয়ে পড়ে যায়। অটোতে বসে থাকা চারজন আহত হন এবং একইসঙ্গে পথচারী নিমাই মন্ডল গুরুতর জখম হন। গুরুতর অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নিমাই মণ্ডল (৭০) নামে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। আহতদের মধ্যে দুজনের অবস্থা সঙ্কটজনক। ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here