শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের আবারো পথদুর্ঘটনায় মৃত্যু হয় একজনের।গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুর ৫১২ নম্বর জাতীয় সড়কে রাস্তা আটকে চাঁদা তোলার কারণেই প্রাণ হারালো বছর ৬০ এর সাধন হালদার।এমনই অভিযোগ প্রত্যক্ষদর্শীর।
এলাকা সূত্রে জানা যায় গঙ্গারামপুর বেলবাড়ির কোন একটি ক্লাবের ছেলেরা গঙ্গারামপুরের কালিতলা ব্রাহ্মণী ব্রীজের উপরে চাঁদা তুলছিলেন। চাঁদা তোলার সময় রাস্তায় ভিড় হয়ে যায়,আর সেই সময়ে গঙ্গারামপুর এর দিকে থেকে বুনিয়াদপুর এর দিকে যাচ্ছিল একটি ১০ চাকার লরি।
আরও পড়ুনঃ
ভিড় বুঝে উঠতে না পারায় বাঁদিকে চাপিয়ে দিলেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় গঙ্গারামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গম্ভীরা তলার বাসিন্দা সাধন হালদারের।জানা যায় সাধন হালদার বাসনপত্র ফেরি করে বিক্রি করতেন আর তার উদ্দেশ্যে তিনি বেরিয়ে ছিলেন ভোর বেলাতে।
ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনা হওয়ার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চাঁদা তোলা ক্লাবের ছেলেরা।এলাকার সাধারন লোক পায় ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।স্থানীয় লোকজনদের দাবি কোন কারনেই জানো রাস্তায় চাঁদা তোলা না হয়।
তারপরেই গঙ্গারামপুর থানার পুলিশ ছুটে আসে। উত্তেজিত জনতা তাদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয় পুলিশ ও দেহটি গঙ্গারামপুর হাসপাতালে পাঠানো হয়।পরে দেহটিকে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584