নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

দাসপুর খুকুড়দহে বেপরোয়া বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পথচারীর!আজ সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর।এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ দাসপুর থানার খুকুড়দহ বাজারের আগে ঘাটাল পাঁশকুড়া সড়কে খুকুড়দহ চটির কাছে।

আরও পড়ুনঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে,এক পথচারী খুকুড়দহ চটির কাছে রাস্তা পার হতে গেলে আচমকাই এক বাইক এসে ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ওই পথচারী গুরুতর আহত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা আহত ওই ব্যাক্তিকে উদ্ধার করে পূর্ব মেদিনীপুরের পীতপুর হাসপাতালে পাঠালে পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
বাইক সমেত বাইট চালককে আটক করে স্থানীয়রাই পুলিসে খবর দেয় স্থানীয়রা।
পুলিস সূত্রে জানা গেছে,মৃত ওই পথচারীর নাম অজিত সামন্ত।বাড়ি খুকুড়দহেরই শ্রীপুরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584