নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বজ্রপাতে মৃত্যু হলো এক বালকের।পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের পিয়াশালা অঞ্চলের কুন্দরিশোল গ্রামের ঘটনা।শুক্রবার সকাল নাগাদ এই দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম ভৈরব সাউ (১২)।সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।তার বাবা বাদল সাউ বলেন, “ঘরের সামনে খেলছিল ভৈরব,এই সময় বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল।
বজ্রপাতের সময়ই অচৈতন্য হয়ে পড়লে ভৈরবকে গোয়ালতোড়ের কেওয়াকোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।” পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।ইতিমধ্যে ফণীর-র প্রভাবে পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রাঘাতে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আরও পড়ুনঃ ভোটে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীর মৃত্যুতে শোকের ছায়া
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলা করার জন্য জেলার প্রত্যেকটি লাইন দপ্তরেকে নিয়ে তারা কাজ করছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।তার নম্বর ১০৭৭।প্রত্যেকটি মহকুমা,ব্লক মিউনিসিপালিটি এবং গ্রাম পঞ্চায়েত গুলিও সক্রিয় রয়েছে।জেলাতে ১৪ টি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ৩১৩০ জন মানুষকে ৬৮ বন্যা আশ্রয় কেন্দ্র এবং স্কুলের বিল্ডিং সহ নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে।জেলাতে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে ৩৩৯ গুলি বাড়ি ভেঙে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584