সম্প্রীতির নজির মুর্শিদাবাদের রানিতলায়

0
83

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

gopal mandal | newsfront.co
গোপাল মন্ডল ৷ নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলার রানিতলা থানা এলাকার মানিক ডাঙা গ্রামে লক্ষ্য করা গেল সাম্প্রদায়িক সম্প্রীতির নজির । আজ সকালে মানিক ডাঙা গ্রামের গোপাল মন্ডল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি বলে জানান তাঁর পরিবার। গোপাল মন্ডল এর দুই ছেলে তবে আর দুই ছেলেই মানসিকভাবে ভারসাম্যহীন।

people | newsfront.co
নিজস্ব চিত্র

মৃত্যুর পরের শ্রাদ্ধের কাজ করার মতন ক্ষমতা নেই গোপাল মন্ডলের পরিবারের ।তবে এক সম্প্রীতির চিত্র দেখা গেল আজ । গোপাল মন্ডলের মৃত্যুর খবর পেয়ে এলাকার মুসলিম সম্প্রদায়ের লোকজন গোপাল মন্ডলের বাড়ি গিয়ে শ্রাদ্ধের কাজে হাত বাড়াতে এগিয়ে আসেন ।

womens | newsfront.co
নিজস্ব চিত্র

এমনই একজন মিজানুর রহমান৷ বলেন আমরা এখানে থাকি ভাইয়ের মতন, আমরা এক থালাতেই ভাত খাই । হিন্দু মুসলিম এর কোন জাত ভেদাভেদ আমাদের মধ্যে নেই। আমাদের কিছু হলে যেমন হিন্দু ভাইয়েরা দৌড়ে যায় ঠিক তেমনি আমরাও এগিয়ে আসি তাদের বিভিন্ন কাজে।

আরও পড়ুনঃ বন্যার জলে ডুবে হেমতাবাদ,বিঘ্নিত স্বাস্থ্য পরিষেবা

গোপাল মন্ডল এর ভাই বলেন আমরা সবাই মানুষ। আমার ভাইয়ের শ্রাদ্ধের কাজে গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে এলাকার মুসলিম ভাইয়েরাও এগিয়ে এসেছে। তাদের সাহায্যেই চলছে ভাইয়ের শ্রাদ্ধের কাজ।

এছাড়াও গোপাল মন্ডল এর নামে কৃষক বন্ধু প্রকল্পের মারা যাওয়ার ২ লাখ টাকার ব্যবস্থা করে দেবেন বলে জানান মিজানুর রহমান ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here