নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চললেও সম্প্রতি শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। খুলে গিয়েছে শপিং মল, রেঁস্তরা, ধর্মীয় স্থান। কোনও অনুষ্ঠানেও এখন কোনো বাধা নেই। সরকারি বিধি নিষেধ মেনে হচ্ছে বিয়ের অনুষ্ঠানও। করোনা পরিস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানেই ঘটল এক মর্মান্তিক ঘটনা। করোনা উপসর্গ নিয়েই বিয়ে হয়েছিল। তাই পরের দিনই মৃত্যু হল বরের।
বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল, তবু তা উপেক্ষা করে বিয়ে করতে গিয়েছিলেন বিহারের এক যুবক। ভালোয় ভালোয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পর দিনই মারা গেলেন তিনি। করোনা নিয়ে অসাবধানতার এই চরম নমুনাটি ঘটেছে বিহারে। সদ্য বিবাহিত যুবকটি মারা তো গেলেনই, সেই সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষজনের শরীরেও ছড়িয়ে দিয়ে গেলেন এই মারণ রোগ।
এখনও পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬৯ জনের শরীর থেকে লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৯ জনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে এবং ৩১ জন আগে থেকেই করোনা পজিটিভ ছিলেন বলে জানা গিয়েছে। পাটনার পালিগঞ্জে এই বিয়ের অনুষ্ঠানে গিয়েই করোনা গোষ্ঠী সংক্রমণ ঘটছে। এমনটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ বাড়িতে বসেই ৪৫০ টাকা খরচে করোনার পরীক্ষা, খোলা বাজারে অ্যান্টিজেন কিট বিক্রির অনুমতি রাজ্যের
জেলা প্রশাসনের সূত্রে খবর, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন অর্থাৎ ১৬ জুন বরের মৃত্যু হয়। জানা যায়, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। যাঁরা বিয়েতে অংশ নিয়েছিলেন তাঁদের শরীরেও করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁদেরও টেস্ট করা হয় এবং মোট ১১১ জনের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ শাঁখা, সিঁদুর না পরার অর্থ বউ বিয়ে মানে না, জানাল গুয়াহাটি হাইকোর্ট
জানা গিয়েছে, মৃত ওই যুবক বিয়ের আগে গাড়িতে করে বিহার থেকে কিছুদিনের জন্যে দিল্লি এসেছিলেন। তারপর বিহারে পৌঁছে তিনি কিছুদিন কোয়ারেন্টাইন হয়েও ছিলেন। তখন যুবকের মধ্যে সেভাবে কোনও লক্ষণই দেখা যায়নি। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই তাঁর শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দিতে শুরু করে, যদিও তিনি সেটা উপেক্ষা করেন। দেহে করোনা উপসর্গ নিয়েই বিয়ে করেন তিনি। ফলত করোনা ভাইরাসকে উপেক্ষা করলে যা হওয়ার কথা তাই হয়েছে। বিয়ের পরের দিনই মৃত্যু হয় ওই যুবকের অর্থাৎ করোনা আক্রান্ত হয়ে বিয়ের পরের দিনই মারা যায় বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584