এনআরএস হাসপাতালে ৬ প্রসূতি-সহ ৮ রোগী করোনা আক্রান্ত! মৃত ১

0
280

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এবার চাঞ্চল্যকর করোনা সংক্রমণের রিপোর্ট পাওয়া গেলে এনআরএস হাসপাতালে। এক সঙ্গে ৮ জন রোগীর শরীরে মিলল করোনা সংক্রমণ। জানা গিয়েছে, তার মধ্যে ৬ জন প্রসূতি, এক জন ভর্তি পুরুষ মেডিসিন ওয়ার্ডে এবং রিপোর্ট আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। একসঙ্গে এতজন রোগীর করোনা পজিটিভ ধরা পড়ায় হাসপাতাল জুড়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

NRS medical | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, রাজ্যের কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে এতজনের করোনা সংক্রমণের ঘটনা এই প্রথম বলেই মনে করা হচ্ছে। এপ্রিল মাসের শুরুর দিকে হাসপাতালে পর পর দুই রোগীকে না বুঝে জেনারেল ওয়ার্ডে ভর্তি নেওয়ায় এবং পরে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসায় ৮৩ জন চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ৪৮ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল হাসপাতালের বর্হিবিভাগ। যদিও পরে তাঁদের প্রত্যেকেরই নেগেটিভ রিপোর্ট আসে।

এরপর এতদিন বাদে একসঙ্গে ৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলায় নতুন আশঙ্কা তৈরি হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির দেহ হাসপাতালের মর্গেই পড়ে রয়েছে। করোনা আক্রান্তদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া এবং ডাক্তার, নার্সদের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য দফতরের তরফে এই নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here