দাসপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃত ১,আহত ১৫

0
83

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ভাইফোঁটার দিন অর্থাৎ সোমবার সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার রামগড় চাতালের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় যে বনলতা নামে একটি বাস ঘাটাল থেকে মেদিনীপুর যাওয়ার সময় দাসপুর থানার রামগড় চাতালের কাছে রাস্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

bus accident | newsfront.co
দুর্ঘটনাগ্রস্ত বাস। নিজস্ব চিত্র

যার ফলে মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে একজন বাস যাত্রী মারা যায়। মৃত ব্যক্তির নাম মোবাইদুল মল্লিক। তার বয়স আনুমানিক ২৫ বছর । জানা গিয়েছে মৃত ব্যক্তির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মুকুন্দপুর গ্রামে। সেই সঙ্গে আহত হয় ১৫ জন বাস যাত্রী। আহত বাস যাত্রীদের উদ্ধার করে নাড়াজোল হাসপাতালে ৭ জনকে ভর্তি করা হয়েছে এবং ঘাটাল মহকুমা হাসপাতালে ৮ জনকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ ভেটাগুড়িতে বোমা উদ্ধার

তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা সংকটজনক। ওই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী ও দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল সহ পুলিশকর্মীরা। বাসটি উল্টে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারের কাজ করে। বাসে প্রায় ৭০ জন বাস যাত্রী ছিল বলে জানা গিয়েছে। বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিল বলে বাস যাত্রীরা অভিযোগ করেন। যারফলে বাসটি উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ার পর বাসের চালক সহ বাসের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ মাটিগাড়া থেকে ময়না পাখি উদ্ধার করল বনদফতর

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওই ঘটনার ফলে প্রায় এক ঘণ্টার বেশি দাসপুর মেদিনীপুর বাস রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যুদ্ধকালীন ভিত্তিতে বাসটিকে রাস্তা থেকে সরিয়ে ওই রাস্তায় যানবাহন চলাচলের ব্যবস্থা করে পুলিশ।

সেইসঙ্গে দাসপুর থানার পুলিশ মৃত বাসযাত্রী মোবাইলদুল মল্লিকের মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাসপুর থানার পুলিশ ওই বাস দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here