হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ! মৃত ১, নিখোঁজ ৯

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভূমিধস ও হড়পা বান দুইয়ে মিলে বিপর্যস্ত পরিস্থিতি হিমাচল প্রদেশে। মঙ্গলবার রাতে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় অতি ভারী বৃষ্টির ফলে আসে হড়পা বান। এরপর থেকেই নিখোঁজ ৯ জন। আহত ১ ও মৃত্যুও হয়েছে একজনের। এছাড়াও খবর পাওয়া গিয়েছে সিমলায় ভূমিধসে বিধস্ত একটি রাস্তা, তবে সেখানে হতাহতের কোন খবর নেই।

HimachalPradesh Landslide
সৌজন্যেঃ এএনআই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে লাহুল-স্পিতি জেলার তোজিং নুল্লাইয়ে হঠাৎ করে আসে হড়পা বান। জলের তোড়ে ভেসে যান বহু মানুষ।

এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন আরেকজন। জলের তোড়ে ভেসে যাওয়া গ্রামবাসীদের অধিকাংশকেই উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৯জনের খোঁজ পাওয়া যায়নি, এখনো তাদের খোঁজার কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

আরও পড়ুনঃ করোনায় অনাথ মাত্র ২৭ শিশু! বিশ্বাসযোগ্য নয়, রাজ্যের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা সুপ্রীম কোর্টের

সিমলার বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন সকালে সিমলার বিকাশনগর-পান্থঘাটি রোডে ধস নামে। সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি পাথরের চাপে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আর কোন ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সপ্তাহেই ভূমিধসের ফলে সাংলা উপত্যকায় মৃত্যু হয় ১১ জন পর্যটকের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here