নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভূমিধস ও হড়পা বান দুইয়ে মিলে বিপর্যস্ত পরিস্থিতি হিমাচল প্রদেশে। মঙ্গলবার রাতে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় অতি ভারী বৃষ্টির ফলে আসে হড়পা বান। এরপর থেকেই নিখোঁজ ৯ জন। আহত ১ ও মৃত্যুও হয়েছে একজনের। এছাড়াও খবর পাওয়া গিয়েছে সিমলায় ভূমিধসে বিধস্ত একটি রাস্তা, তবে সেখানে হতাহতের কোন খবর নেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে লাহুল-স্পিতি জেলার তোজিং নুল্লাইয়ে হঠাৎ করে আসে হড়পা বান। জলের তোড়ে ভেসে যান বহু মানুষ।
Himachal Pradesh | One person was killed, another person injured, and 9 people went missing after flash flood in Tozing Nullah in Udaipur sub-division of Lahaul Spiti district last night, says SP Manav Verma pic.twitter.com/e4VaoAEoPv
— ANI (@ANI) July 28, 2021
এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন আরেকজন। জলের তোড়ে ভেসে যাওয়া গ্রামবাসীদের অধিকাংশকেই উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৯জনের খোঁজ পাওয়া যায়নি, এখনো তাদের খোঁজার কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।
Himachal Pradesh | A landslide has occurred on Vikas Nagar-Panthaghati road in Shimla. A car parked alongside the road has been damaged. No other loss was reported: District Disaster Management Authority Shimla pic.twitter.com/OkM0PbTuQM
— ANI (@ANI) July 28, 2021
আরও পড়ুনঃ করোনায় অনাথ মাত্র ২৭ শিশু! বিশ্বাসযোগ্য নয়, রাজ্যের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা সুপ্রীম কোর্টের
সিমলার বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন সকালে সিমলার বিকাশনগর-পান্থঘাটি রোডে ধস নামে। সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি পাথরের চাপে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আর কোন ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সপ্তাহেই ভূমিধসের ফলে সাংলা উপত্যকায় মৃত্যু হয় ১১ জন পর্যটকের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584