রাজু আনসারী, মুর্শিদাবাদঃ
আজ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার সুতির আহিরনে ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। আহত হয়েছেন চালকও।
ঘটনা সূত্রে জানা যায়, আহিরন হল্টের দিক থেকে ওমরপুর দিকে বাইকে করে যাচ্ছিলেন এক ব্যক্তি ও মহিলা। ধুলিয়ান থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তারা। ঠিক তখনই পেছন থেকে একটি ১০ চাকার লরি তাদের ধাক্কা মারে এবং সেই লরির পেছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। আহত চালক।
ঘটনার খবর পেয়ে সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী পৌঁছে আহতকে উদ্ধার করে আহিরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং মৃত ওই মহিলাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আহত ব্যক্তি ও মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনার কবলে টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584