নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সুবিচারের আশায় আদালতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার, আহত তিন শিশুসহ পরিবারের ৭ জন সদস্য ৷ শনিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানার এইচ.পি.এল লিঙ্ক রোডে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,একটি যাত্রীবাহী অটোর সাথে একটি দশ চাকা ডাম্পারের মুখোমুখি সংষর্ষে প্রাণ যায় একজন বছর তিরিশের মহিলার ৷ আহত ৩শিশু সহ একই পরিবারের সাত জন। প্রত্যেকের বাড়ি দুর্গাচক থানা এলাকার পাথরবেড়িয়া গ্রামে ৷
আরও পড়ুনঃ দিনবাজারে মার্কেট চালুর দাবিতে বিক্ষোভ সভা
পরিবার সূত্রে জানা যায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান আয়নাল হক তার পরিবার সহ হলদিয়া মহকুমা আদালতে একটি মামলা নিষ্পত্তির জন্য বাড়ির টোটো তে করে যাচ্ছিলেন। হলদিয়া আদালতে যাওয়ার পথেই এইচপি লিংক রোডের সামনে টোটোর সঙ্গে একটি বড় ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ।
টোটোটি বাড়ির লোকই চালাচ্ছিল বলে জানা যায়। ঘটনাস্থলেই মারা যায় আয়নাল হকের বৌমা। শিশুসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয় আহতদের । এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584