নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের জানিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ মোস্তাফা (৩০)৷ তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গুলি করে, বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ৷

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ৷ ঘটনায় মৃতের পরিবার ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। মৃত ব্যক্তি তৃণমূলের সমর্থক ছিলেন বলে শাসক দল দাবি করেছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে একই পরিবারের পাঁচ জন করোনায় আক্রান্ত
তবে স্থানীয়ভাবে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন ঘটে থাকতে পারে বলে জানা গিয়েছে। তৃণমূল এই খুনের পিছনে কংগ্রেস কর্মীদের হাত রয়েছে বলে দাবি করলেও কংগ্রেস তা অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584