নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
হরিশ্চন্দ্রপুর বারদুয়ারী রাজ্য সড়কে ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কামাল হোসেন (২৪)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েতের তেলচান্না এলাকায়।
জানা গিয়েছে, মোটরবাইকটি বারদুয়ারী দিক থেকে হরিশ্চন্দ্রপুর আসছিল। উলটোদিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বাইকচালক মারা যান। ট্রাক্টরটি ওই বাইক চালকের শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওই ট্রাক্টর চালককে আটক করে।
আরও পড়ুনঃ আমার মতন চাকরি ছেড়ে বেরিয়ে আসুন, না হলে দুষ্কৃতীদের ধরুন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানা মোড় থেকে বারদুয়ারী ব্লক অফিস পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। বারবার অভিযোগ জানিয়েও রাস্তা সংস্কার হচ্ছে না। রাস্তার উপর দিয়ে প্রচুর ছাত্র-ছাত্রী ব্যবসায়ী চাকরিজীবী যাওয়া আসা করেন। নিত্যদিন রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা লেগেই রয়েছে। হচ্ছে প্রাণহানিও কিন্তু ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584