নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
নিউ জলপাইগুড়ির গেট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের ,আহত হন বেশ কয়েকজন।

জানা গিয়েছে গতকাল হঠাৎই তিনবাত্তি মোড়ের দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা এক টোটো চালককে ধাক্কা মেরে সোজা রেলের কোয়ার্টারে ঢুকে যায় ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুনীল কুমার রাউতকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আহত আটজন চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রা, ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ সারগাছিতে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
তবে ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়ির চালক। অন্যদিকে এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার।
তিনি মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। দোষীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবির পাশাপাশি আহত ও মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584