নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
লরির সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ ব্যক্তির ।পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানা বেলুট রসুলপুর পঞ্চায়েতের ফকির ডাঙ্গা এলাকায় ।
মৃত ব্যক্তির নাম মনিরুল শেখ । বয়স বিয়াল্লিশ বছর । বাড়ি বেলুট রসুলপুর পঞ্চায়েতের বড়গড়িয়া গ্রামে ।স্থানীয় সূত্রে জানা গেছে , বর্ধমানের দিক থেকে একটি লরি সোনামুখীর দিকে আসছিল এবং কাকড় ডাঙ্গা থেকে মনিরুল শেখ নামের ওই ব্যক্তি মোটর বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন সেই সময় ফকির ডাঙ্গা এলাকায় লরি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পেশায় রাজমিস্ত্রি মনিরুল শেখ নামে ওই মোটর বাইক আরোহীর ।
আরও পড়ুনঃ ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা! পাথর বোঝাই ডাম্পারের তলায় ২ ছোট গাড়ি, মৃত ১৪
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ক্ষতিপূরণের দাবি জানিয়ে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা । তবে এই ঘটনার জেরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয় ৷ রাস্তার দু’ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ । পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা এবং মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।
আরও পড়ুনঃ ফালাকাটায় পথ দুর্ঘটনায় জখম ২
রাজ্য সরকার সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার চালানোর পরও এক শ্রেণীর সাধারণ মানুষদের মধ্যে কোন রকমে হুঁশ ফিরছে না যার কারণেই বারবার এই ধরণের পথ দুর্ঘটনা ঘটে চলেছে । ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584