নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
হুগলীতে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সামশেরগঞ্জের এক যুবকের। মৃত যুবকের নাম বিশু মোমিন, বয়স ৩১। তার বাড়ি সামশেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মাস খানেক আগেই বিয়ে হয়েছে ওই যুবকের। তারপরেই এক সপ্তাহ আগে রাজমিস্ত্রীর কাজ করতে হুগলীর ডানকুনি যান বিশু মোমিন। নিত্যদিনের মতো সাইকেল নিয়ে সোমবারও কাজে বেড়িয়েছিলেন ওই যুবক।
আরও পড়ুনঃ কেন্দ্রের নির্দেশে কৃষক আন্দোলনের সমর্থক টুইটার সাসপেন্ড
পথে হঠাৎ পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর জখম হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সদ্য বিবাহিত যুবকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584