কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত্যু

0
75

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

কাজ করে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে কোলাঘাট রামকো সিমেন্ট ফ্যাক্টরি গেটের সামনে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের এক শ্রমিকের।

Dead body | newsfront.co
মৃত। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম নাসিরউদ্দিন আনসারী, বয়স আনুমানিক ৪৫ বছর। আরও জানা যায় ওই মৃত শ্রমিকের বাড়ি ঝাড়খন্ডে। কর্মসূত্রে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের আবাসনে থাকতেন।

আরও পড়ুনঃ করোনায় মৃত চিকিৎসকের স্ত্রীকে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রাতে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে কাজ করে ফেরার পথে, রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ কুলতলিতে রাস্তার ওপর বাঘ! আতঙ্কিত এলাকাবাসী

এরপর স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষের তৎপরতায় ওই শ্রমিককে মেচেদা একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, এরপর কোলাঘাট থানার পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here