বেলডাঙ্গায় দুই বাইকের সংঘর্ষে মৃত এক বাইক চালক

0
72

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

গতকাল মুখোমুখি বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার রতনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মাঠ থেকে কাজ করে বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনাটি ।

bike
নিজস্ব চিত্র

মাঠ থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে আসছিল নিয়াজুল শেখ নামের এক ব্যক্তি। রতনপুর এলাকায় সামনে থেকে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। স্থানীয়রা আওয়াজ শুনে ছুটে গেলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ওপর মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি।

আহত অবস্থায় স্থানীয়রা নিয়াজুলকে উদ্ধার করে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যায়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় নিয়াজুল শেখের। ঘটনার পর ঘটনাস্থলে এসে হাজির হয় চৈতন্যপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। মোটরসাইকেল দুটিকে উদ্ধার করে নিয়ে যায় চৈতন্যপুর ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুনঃ পরীক্ষা চলাকালে মধ্যপ্রদেশের মিশনারি স্কুলে হামলা চালালো বজরং দলের নেতা কর্মীরা

 

মৃত নিয়াজুলের মেয়ে। নিজস্ব চিত্র

মৃত নিয়াজুল শেখ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারি। মৃত নিয়াজুল সেখের মেয়ে জানান, বাবাই ছিল পরিবারের ভরসা। এইসময় পরিবার চালানো অসম্ভব হয়ে পড়বে তাই সরকার যদি তাদের কোনো ব্যাবস্থা করে দেয় তাহলে ভালো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here