পিয়ালী দাস, বীরভূমঃ
বৃহস্পতিবার বিকেলে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি অঞ্চলের কুমার বনবুন্দরা গ্রামে চাষের কাজ করতে গিয়ে মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ফটিক বাউরি নামে এক ব্যক্তির। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। স্থানীয় বাসিন্দাদের দাবি, লকডাউনের জেরে রাজমিস্ত্রির কাজ মিলছে না তাই গ্রামে ফটিক বাউরি চাষের কাজ করছিলেন।
সেই সময় বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের তার ছিঁড়ে পড়েছিল এবং তিনি তা দেখতে না পেয়ে পড়ে থাকা ১১ হাজার ভোল্টেজের তারের ওপর পা দিয়ে ফেলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফটিক বাউরির।
আরও পড়ুনঃ যুবককে কুপিয়ে খুনের অভিযোগ সুতিতে
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় সিউড়িতে।
পাশাপাশি এলাকায় পৌঁছায় বিদ্যুৎ দফতরের কর্মীরা ৷এলাকার বিদ্যুৎ বন্ধ করে ১১ হাজার ভোল্টের তার টিকে জুড়ে দিলে পরে বিদ্যুত পরিষেবা সাভাবিক হয় ঐ অঞ্চলে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584