নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেওয়ানভিটা এলাকায় হাতির হামলায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । মৃত ওই প্রৌঢ়ের নাম হল ঈশ্বর সিংহ (৫৯)। সে ওই এলাকারই বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে টুকরিয়াঝার বনাঞ্চল থেকে একটি হাতি খাবারের সন্ধানে ওই এলাকায় হানা দেয়। আওয়াজ পেয়ে ওই প্রৌঢ় বাইরে বেরিয়ে আসেন। তখনই হাতিটি তার উপর হামলা চালায়। হাতির পায়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ।
আরও পড়ুনঃ ঘোষপুকুরে ১০ লক্ষ টাকার বিদেশী মদ উদ্ধার,ধৃত ১
স্থানীয় জনগন খবর দেয় বনবিভাগে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকরিয়াঝার রেঞ্জের বনকর্মীরা। এরপর বনকর্মীরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পাঠায়।
বনবিভাগ সূত্রে জানা গিয়েছে যে মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584