নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার সন্ধ্যে সাতটা নাগাদ হাতির হামলায় মারা যায় মনসা মাহাতো(৫০) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের মথুরাপুর গ্রামে।
কাজ শেষ করে রাস্তা দিয়ে যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় স্থানীয় জঙ্গল থেকে একটি হাতি এসে তাকে শুঁড় দিয়ে আছাড় মেরে রাস্তার উপর ফেলে দেয়। ঘটনাস্থলেই মনসা মাহাতো নামে ওই ব্যক্তি মারা যায়।স্থানীয় বাসিন্দারা ছুটে এসে হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ায়। ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সেই সঙ্গে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা ও পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কাটাবাগানে অটো দুর্ঘটনায় মৃত ২
ভীমপুর অঞ্চলের লক্ষণপুর ও মথুরাপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি রয়েছে বলে গ্রামবাসীরা জানান। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো মৃতের বাড়িতে গিয়ে তার পরিবার বর্গকে সমবেদনা জানান ও ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584