নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কালবৈশাখীর ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বুধবার রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মাকড়া গ্রামে। জানা যায় মৃত ব্যক্তির নাম অসিত দাস, বয়স আনুমানিক বাহান্ন বছর।
তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে জমিতে কাজ করতে গিয়েছিলেন অসিত বাবু। আচমকাই প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ভয়ে বাড়ির দিকে আসতে চাইলেও ঝড়ের দাপটে সে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেননি।
আরও পড়ুনঃ সবজি ভর্তি গাড়ি উল্টে আহত ৭ জন
নিরুপায় হয়ে একটি গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন অসিত বাবু। ঝড়ে সেই গাছ তার উপর ভেঙে পড়ে।স্থানীয়রা কোনক্রমে আশঙ্কাজনক অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
এরপর পুলিশি হস্তক্ষেপে এদিন ময়নাতদন্ত করে মৃতদেহটি পরিবারের লোকেদের হাতে দুপুরে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি এদিকে ইসলামপুরেও বাজ পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে রয়েছে এক কিশোরও। জানা যায় আহত কিশোরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584