নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
ঝড় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দাড়ালহাটের শিবপুর এলাকায় ঘটেছে ঘটনাটি। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম আলিমুদ্দিন মন্ডল (৪৫)। ঝলসে মৃত্যু হয়েছে গবাদিপশুটিরও। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কৃষক আলিমুদ্দিন মন্ডলের দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে করোনায় আক্রান্ত এক পুলিশ অফিসার-সহ মৃত ২
সেই সময় হঠাৎ করে বাজ পড়লে ঝলসে যান তিনি। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি থাকে তপন গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে। এই ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে গবাদিপশুর।
মৃতের আত্মীয় কাসেম আলী মন্ডল জানিয়েছেন, বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে ঝলসে যায় আলিমুদ্দিন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584