সবং-এ কোয়ারেন্টাইন সেন্টারে সুরাত ফেরত যুবকের মৃত্যু

0
172

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দশগ্রাম কোয়ারেন্টাইন সেন্টারেই মৃত্যু হল সুরাত ফেরত যুবকের। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, যুবকের মৃত্যু হয়েছে হৃদরোগে।কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাকি দুই সদস্যকে পাঠানো হল মেদিনীপুর করোনা লেভেল ২ হাসপাতালে।

corona hospital | newsfront.co
নিজস্ব চিত্র

একই সাথে দমকলের ইঞ্জিন এনে স্যানিটাইজেশান করা হল কোয়ারেন্টাইন সেন্টারটি।জানা গিয়েছে মৃত যুবক বাড়ি সবংয়ের কৃষ্ণপলাশী গ্রামের বাসিন্দা।প্রসঙ্গত সুরাট থেকে ফেরার পর বেশ কিছু উপসর্গ দেখে করোনা সংক্রমিত সন্দেহে ঐ যুবককে সহ তিনজনকে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে।

sanitization | newsfront.co
কোয়ারেন্টাইন সেন্টার জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। নিজস্ব চিত্র

এরপর ৪ এপ্রিল যুবকের লালারস পরীক্ষা করে করোনা নেগেটিভ আসায় যুবক সহ তিনজনকেই পাঠিয়ে দেওয়া হয় দশগ্রাম কোয়ারেন্টাইন সেন্টারে। যুবকের দুই সঙ্গীকেও রাখা হয়েছিল কোয়ারেন্টাইনে।

corona | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর মঙ্গলবার দুপুরে হঠাৎ মৃত্যু হয় ওই যুবকের। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে দাবি করা হয় যুবকের মৃত্যু হয়েছে হৃদরোগে। যুবকের দুই সঙ্গীকে লেভেল ২ হাসপাতালে ভর্তি করায় উঠছে প্রশ্ন! দুই সঙ্গীর করোনা রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও কেন তাদের লেভেল ১ হাসপাতালে ভর্তি না করে লেভেল ২ তে পাঠানো হলো সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যদিও জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বুধবারই এই দুই যুবকের আবার লালারস পাঠানো হবে করোনা পরীক্ষার জন্য। বাড়তি সতর্কতা অবলম্বন করেই দুই যুবককে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here