কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকের সাপের কামড়ে মৃত্যু

0
48

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা যায় সাপের কামড়ে মৃত্যু হয় তার।শ্রমিকের কাজ করতো ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার পাগলীগঞ্জ এলাকায়। মৃত ব্যক্তির নাম দিলীপ পন্ডিত (৬০)।

Identity | newsfront.co
নিজস্ব চিত্র

মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ছয়দিন আগে মহারাষ্ট্রের পুনে থেকে ফিরে আসেন দিলীপ পন্ডিত। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। পাগলীগঞ্জের দিলীপ পন্ডিতের সঙ্গে একই সাথে পার্শ্ববর্তী গ্রাম পোল্লা পাড়ার সুভাস মালি নামে আরও এক শ্রমিক ফিরে আসেন। জেলায় ফিরে আসার পর দুজনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। লালার নমুনাও সংগ্রহ করা হয়। চিকিৎসকেরা তাদের হোম কোয়ারেন্টাইন -এর নির্দেশ দেন।

Police | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর এলাকার লোকেরা তাদের গ্রামে ঢুকতে আপত্তি জানানোয়, ওই দুই ব্যক্তি পাগলীগঞ্জে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পরিত্যক্ত মার্কেট কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে থাকেন। গতকাল মধ্যরাতে হঠাৎ দিলীপ পণ্ডিতকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায়। জানাযায়, মধ্যরাতে তার জ্বালা-যন্ত্রণা শুরু করায়, বাড়ির লোকেরা ছুটে আসে। প্রাথমিক শুশ্রূষা করার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ নোনা জল ঢু‌কে প্লা‌বিত গঙ্গাসাগ‌রের মৌসামা‌রি

খবর পেয়ে এদিন সকালে বালুরঘাট থানার পুলিশ তার দেহ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে অ্যাম্বুলেন্সে। পরিবারের লোকেরা জানান, হাসপাতালের চিকিৎসকেরা সাপের কামড়ে মৃত্যু বলে প্রাথমিকভাবে জানিয়েছে। এদিন দেহটি ময়নাতদন্ত করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিকে ফিরে আসা ঐ মৃত শ্রমিকের লালারসের নমুনার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ফলে তার সাপের কামড়ে মৃত্যু হলেও, এলাকায় আতঙ্ক রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here