ঝাড়ফুকে বেঘোরে প্রাণ গেল কান্দির যুবকের

0
56

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

কান্দিতে কুসংস্কারের বলি বছর কুড়ির যুবক। মৃতের নাম মিলন মন্ডল। ঘটনায় হতবাক মুর্শিদাবাদ জেলার পুরন্দরপুর গ্রাম সহ আশপাশের মানুষজন। মাঠে কাজ করতে গিয়ে সাপে কামড়ালে মিলনকে পরিবারের লোকজন হাসপাতালে না নিয়ে গিয়ে এলাকার দুই ওঝার কাছে ঝাড়ফুকের জন্য নিয়ে যায়।

dead body | newsfront.co
নিজস্ব চিত্র

তারা হাত গুনে সাপের কামড়ে বিষ হয়নি বলে জানালে বাড়ি নিয়ে যাওয়া হয় মিলনকে। শনিবার সকালে অসুস্থতা বাড়ায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। হাসপাতালে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ বিদ্যুৎহীন ৩ ঘন্টা,রায়গঞ্জ হাসপাতালে ক্ষোভ

পরিবার সূত্রে জানাগিয়েছে, শুক্রবার বিকালে মাঠে ধানের জমিতে কাজে গিয়েছিল মিলন। সেখানেই তাকে সাপে কামড়ায়। সেই কথা বাড়িতে জানালে তাকে স্থানীয় দুই ওঝার কাছে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে এলাকায়।

স্থানীয় এক আয়ুর্বেদ চিকিৎসক কৌশিক সেনগুপ্ত জনিয়েছেন, সাপের কামড়ের পর রাতভর বেঁচেছিল যুবক । তাকে হাসপাতালে সঠিক সময়ে নিয়ে যাওয়া হলে এই দুর্ঘটনা ঘটত না। পরিবারের উচিত ছিল প্রথমেই চিকিৎসা বিজ্ঞানের ওপর আস্থা রেখে হাসপাতালে নিয়ে যাওয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here