বিষাক্ত পতঙ্গের কামড়ে মৃত্যু গ্রাম সম্পদ কর্মীর

0
49

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে কর্মরত ছিলেন সারাবাংলা সম্পদ কর্মী শেখ মোফিজুল আলম। গত ০২/০৭/২০২০ তারিখে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণের কাজে মশার লার্ভা বিনষ্টকারী ওষুধ স্প্রে চলাকালীন বিষাক্ত পতঙ্গের কামড়ে আক্রান্ত হন তিনি। জ্বালা যন্ত্রণা শুরু হওয়ায় ০৩/০৭/২০ তারিখে পীড়াকাটা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

৪ দিন চিকিৎসা করার পরে কোন উন্নতি না হওয়ায় শালবনী হাসপাতালে চিকিৎসা শুরু করা হয় তার। অবস্থার অবনতি হওয়ায় গত ২৩/০৭/২০২০ তারিখে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মোফিজুল আলমকে। ক্ষত স্থানে পচন ধরার ফলে ২৬/০৭/২০ তারিখে চিকিৎসকরা অস্ত্রোপচার করতে বাধ্য হন। ২৭/০৭/২০ রক্তের প্রয়োজন পড়ে তার।

sanitized | newsfront.co
নিজস্ব চিত্র

২ বোতল রক্ত দেওয়া হয় তাকে। তবুও সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। মঙ্গলবার রাত্রি প্রায় ১ঃ৩৫ টা নাগাদ অকালে পরলোক গমন করেন মোফিজুম আলম। বুধবার ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ সংক্রমণে লাগাম পরাতে কলকাতায় ১৬টি পয়েন্টে অ্যান্টিজেন টেস্ট শুরু করছে পুরসভা

Sanitization | newsfront.co
নিজস্ব চিত্র

সংগঠনের ব্লক সম্পাদক রাজকুমার দাস জানান “মোফিজুল আলম খুব ভালো মানুষ ছিলেন। কর্মপ্রিয়, মিষ্টভাষী এই মানুষটির অকাল প্রয়াণ আমাদের হৃদয়ে এক শূন্যতার সৃষ্টি করে গেল। আমরা আমাদের একজন প্রিয় বন্ধুকে হারালাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here