সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ভাইকে খুন করল দাদা । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিষ্ণুপুর থানার গোয়ালবাড়ি কালিচরণপুরের মন্ডল পাড়ায়। অভিযোগ হাফিজুল মণ্ডল তিনি কাজ থেকে বাড়ি ফিরে এসেছিলেন । তারপর তার দাদা রফিকুল মন্ডলের ডাকে ভাই হাফিজুল বাইরে বেরোয়।
হাফিজুল বাইরে বেরোতে তার উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে দাদা রফিকুল, ভাইপো বৌদি ও ভাইজি । সেই ধারালো অস্ত্র হঠাৎই ভাইয়ের বুকের মধ্যে ঢুকিয়ে দেয় রফিকুল ৷ সেই ধারালো অস্ত্র বুকের মধ্যে ঢুকে গিয়ে হাফিজুলের এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বত্রিশ বছরের হাফিজুল ৷ আত্মীয়দের সূত্রে জানাগেছে যে অনেক দিন থেকেই তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পত্তিগত বিবাদ চলছিল ৷
আরও পড়ুনঃ বেহাল রাস্তার কারণে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির
সেই বিবাদের টানাপোড়েনেই বৃহস্পতিবার গভীর রাতে এই মর্মান্তিক পরিণতি ঘটে । সেই পরিণতির জেরেই প্রাণ গেল হাফিজুল মণ্ডলের। হাফিজুল পেশায় শ্রমিক। তার এক ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করত । এই ঘটনার জেরে হাফিজুলের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে । তবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঘটনা ঘটানোর বেশ কিছুক্ষণ পরেই রফিকুলের পরিবার পালিয়ে যায় ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করছে বিষ্ণুপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মোমিনপুরে। ময়না তদন্তের পর হাফিজুলের দেহ তুলে দেওয়া হবে হাফিজুলের পরিবারের হাতে । পুলিশ সূত্র মারফত আরও জানা গেছে যে, যে অস্ত্র দিয়ে রফিকুল তার ভাই হাফিজুল কে মেরেছিল, পেটের এফোঁড়-ওফোঁড় করে দিয়েছিল সেই অস্ত্রটি দিয়ে আত্মরক্ষার জন্য হাফিজুল তার দাদা রফিকুলের পায়ে আঘাত করে ৷ রফিকুল এখন আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584